আমি কিভাবে ভগবানের সাথে ন্যায় অর্জন করতে পারি?




BENGALI NEW TESTAMENT

Matthew
মথি
Mark
মার্ক
Luke
লুক
John
যোহন
Acts
শিষ্যচরিত
Romans
রোমীয়
1 Corinthians
করিন্থীয় ১
2 Corinthians
করিন্থীয় ২
Galatians
গালাতীয়
Ephesians
এফেসীয়
Philippians
ফিলিপ্পীয়
Colossians
কলসীয়
1 Thessalonians
থেসালোনিকীয় ১
2 Thessalonians
থেসালোনিকীয় ২
1 Timothy
তিমথি ১
2 Timothy
তিমথি ২
Titus
তীত
Philemon
ফিলেমন
Hebrews
হিব্রুদের কাছে পত্র
James
যাকোবের পত্র
1 Peter
পিতরের ১ম পত্র
2 Peter
পিতরের ২য় পত্র
1 John
যোহনের ১ম পত্র
2 John
যোহনের ২য় পত্
3 John
যোহনের ৩য় পত্
Jude
যুদের পত্র
Revelation
প্রত্যাদেশ



আমি কিভাবে ভগবানের সাথে ন্যায় অর্জন করতে পারি?

How do I get right with God?



Psalms 1 to 49
সামসঙ্গীত 1 - 49

Psalms 50 to 99
সামসঙ্গীত 50 - 99

Psalms 100 to 150
সামসঙ্গীত 100 - 150

Proverbs
প্রবচন


Isaiah 1 to 33
ইসাইয়া 1 - 33

Isaiah 34 to 66
ইসাইয়া 34 - 66




How can I know for sure that I will go to Heaven when I die?

আমি কিভাবে নিশ্চিত হব যে মৃত্যুর পর আমি স্বর্গলাভ করব?


প্রভূ তোমাকে নিশ্চিন্ত করতে চান! বাইবেলে আছে : “আমি এইসব তাদের উদ্দেশ্যে লিখি যারা ভগবানের পুত্রের ওপর আস্থা রাখে এবং যাতে তোমরা বুঝতে পারো যে তোমরা শাশ্বত জীবন লাভ করবে” (1 জন 5:13)৷ মনে কর তুমি এই মুহূর্তে ভগবানের সামনে দাঁড়িয়ে আছ এবং তিনি তোমাকে জিজ্ঞাসা করলেন, “আমি কেন তোমায় স্বর্গে প্রবেশ করতে দেব?” তুমি কি বলবে? তুমি হয়ত জান না কি উত্তর দেবে৷ ৷আমাদের যা জানতে হবে তা হল, ভগবান আমাদের ভালোবাসেন এবং সেই পথ প্রদান করেছেন যার সাহায্যে আমরা নিশ্চিতভাবে জানতে পারি কোথায় আমরা অমরত্ব পাব৷ বাইবেলে এইভাবে বলা আছে : “ভগবান এই পৃথিবীকে ভালোবাসেন এবং আর তাই তিনি নিজের একমাত্র পুত্রকে পাঠিয়েছেন, তাই যারা তাঁর ওপর আস্থা রাথে তাদের ধ্বংস হবে না এবং তারা শাশ্বত জীবন লাভ করবে” (জন 3:16)৷


সবার প্রথমে আমাদের বুঝতে হবে যে কোন্ সমস্যার জন্য আমরা স্বর্গলাভ থেকে দূরে সরে যাই৷ সমস্যাটি হল – আমাদের পাপপূর্ণ চরিত্র ভগবানের সাথে আমাদের সম্পর্ক স্থাপনে বাধা দেয়৷ আমরা চরিত্রগতভাবে এবং নিজেদের ইচ্ছানুযায়ী পাপী৷ “প্রতিটি কৃত পাপের জন্য প্রভূর মহিমা ক্ষুণ্ণ হয়” (রোমানস 3:23)৷ আমরা নিজেদের রক্ষা করতে পারি না৷ “বিশ্বাসের দ্বারা ভগবানের কৃপায় তুমি রক্ষা পাবে, এবং এটি তোমার নিজের নয় – এটি ভগবানের উপহার৷ কাজের মাধ্যমে নয়, তাই কেউ দম্ভ করতে পারে না” (এফেনসিয়ানস 2:8-9)৷ আমরা মৃত্যু এবং নরকলাভের যোগ্য৷ “পাপের ফলস্বরূপ মৃত্যু” (রোমানস 6:23)৷



ভগবান পবিত্র এবং তাই অবশ্যই পাপের শাস্তি দেন, যদিও তিনি আমাদের ভালোবাসেন এবং তাই আমাদের পাপ থেকে ক্ষমালাভের পথ প্রদান করেছেন৷ প্রভূ যীশু বলেন - “আমিই পথ, এবং সত্য, এবং জীবন৷ আমাকে ছাড়া কেউ পিতার কাছে পৌঁছাতে পারে না” (জন 14:6)৷ যীশু আমাদের জন্য ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যু বরণ করেছেন : “একদা সকলের পাপের জন্য যীশু মৃত্যু বরণ করেছেন, অন্যায়ের পরিবর্তে ন্যায়ের স্থাপনা করে আমাদের ভগবানের কাছে পৌঁছে দিয়েছেন” (1 পিটার 3:18)৷ যীশু মৃত্যু থেকে পুনরুজ্জীবিত হন : “আমাদের পাপের জন্য তিনি মৃত্যু বরণ করেন এবং আমাদের পাপমুক্তির জন্য পুনরায় জীবনে উত্তরণ করেন” (রোমানস 4:25)৷


তবে এবার আসল প্রশ্নে ফিরে যাওয়া যাক - “আমি কিভাবে নিশ্চিত হব যে মৃত্যুর পর আমি স্বর্গলাভ করব?” উত্তরটি হল – প্রভূ যীশু খ্রীষ্টের ওপর আস্থা রাখ তাহলেই তুমি মুক্তিলাভ করবে (য়্যাক্টস 16:31)৷ “প্রত্যেকে যারা তাঁকে গ্রহণ করেছে, প্রত্যেকে যারা তাঁর ওপর আস্থা রাখে, তিনি তাদের ভগবানের সন্তান হয়ে ওঠার অধিকার দেন” (জন 1:12)৷ তুমি বিনামূল্যে শাশ্বত জীবনের উপহার পেতে পার৷ “ভগবানের উপহার হল প্রভূ যীশুর মাধ্যমে শাশ্বত জীবন লাভ” (রোমানস 6:23)৷ তুমি এখনই একটি সম্পূর্ণ এবং অর্থপূর্ণ জীবন কাটাতে পার৷ যীশু বলেছেন : “আমি এসেছি যাতে তারা জীবন পেতে পারে, এবং তা সম্পূর্ণরূপে পেতে পারে” (জন 10:10)৷ তুমি প্রভূ যীশুর সাথে স্বর্গে অমরত্ব লাভ করতে পার, যা তিনি প্রতিশ্রুতি দিয়েছেন : “যদি আমি যাই এবং তোমার জন্য স্থান তৈরি করি, তবে আমি ফিরে আসব এবং তোমাকে আমার সাথে নিয়ে যাব যাতে আমি যেখানে আছি তুমিও সেখানে থাকতে পার” (জন 14:3)৷



যদি তুমি যীশু খ্রীষ্টকে তোমার মুক্তিদাতা হিসেবে গ্রহণ কর এবং ভগবানের কাছ থেকে ক্ষমা পেতে চাও, তবে এখানে দেওয়া হল একটি প্রার্থনা যা তুমি উচ্চারণ করতে পার৷ মনে রেখো শুধু এই প্রার্থনা বা অন্য কোনো প্রার্থনা উচ্চারণ করলেই তুমি মুক্তি পাবে না৷ শুধুমাত্র খ্রীষ্টে বিশ্বাস থাকলেই তুমি পাপ থেকে রক্ষা পেতে পারো৷ এই প্রার্থনা হল একটি সাধারণ পথ যার মাধ্যমে তুমি ভগবানের ওপর নিজের বিশ্বাস রাখতে পারো এবং ভগবানকে ধন্যবাদ জানাতে পারো তোমাকে মুক্তির পথ প্রদান করার জন্য৷

জন্য৷ “ভগবান, আমি জানি যে আমি আপনার বিরুদ্ধে গিয়ে অনেক পাপ করেছি এবং শাস্তি পাওয়ার যোগ্য৷ কিন্তু আমার যে শাস্তি পাওয়া উচিত ছিল তা যীশু খ্রীষ্ট গ্রহণ করেছেন, তাই তাঁর ওপর আস্থার মাধ্যমেই আমি ক্ষমা লাভ করব৷ আমি মুক্তির জন্য আপনার ওপর বিশ্বাস রাখি৷ আপনার অপূর্ব কৃপা এবং ক্ষমাশীলতার জন্য ধন্যবাদ – যা কিনা শাশ্বত জীবনের উপহার ! আমেন !”

প্রভূ যীশুই কি স্বর্গে পৌঁছানোর একমাত্র পথ?