Is Jesus the Only Way?প্রভূ যীশুই কি স্বর্গে পৌঁছানোর একমাত্র পথ?“আমি আসলে একজন ভালো মানুষ, তাই আমি স্বর্গে যাব|” “ঠিক, তাই আমি কিছু খারাপ কাজ করি, কিন্তু আমি বেশ কিছু ভালো কাজও করি, তাই আমি স্বর্গে যাব|” “আমি বাইবেলের নির্দেশ অনুযায়ী চলি না শুধুমাত্র সেই কারণে ভগবান আমাকে নরকে পাঠাবেন না| সময় পাল্টে গেছে| “শুধুমাত্র খুব খারাপ মানুষ যারা শিশু উত্পীড়ক এবং খুনী তারাই শুধু নরকে যায়|” এগুলি হল সব সাধারণ ধারণা, কিন্তু সত্যিটা হল যে এগুলি সব মিথ্যে| শয়তান, পৃথিবীর শাসক, আমাদের মস্তিষ্কে এই সকল ধারণা বপন করেছে| সে, এবং যারা তার পথ অনুসরণ করে, তারা ভগবানের শত্রু (1 পিটার 5:8)| শয়তান হল প্রবঞ্চক এবং বেশীরভাগ সময়েই নিজে ভালো মানুষের ভান করে (2 কোরিন্থিয়ানস্ 11:14), কিন্তু যাদের ভগবানের ওপর আস্থা নেই তাদের ওপর তার নিয়ন্ত্রণ আছে| “আজকের যুগের ভগবান, অবিশ্বাসীদের মনকে অন্ধ করে রেখেছে, তাই তারা প্রভূ যীশুর মহিমার গসপেলের আলো দেখতে পায়না, যিনি ভগবানেরই প্রতিচ্ছবি” (2 কোরিন্থিয়ানস্ 4 :4) | এইটি একটি অবিশ্বাস্য মিথ্যে যে ভগবান ছোট পাপের ব্যাপারে খেয়াল করেন না অথবা নরক শুধুমাত্র “খারাপ মানুষদের” জন্য সংরক্ষিত| “সমস্ত পাপ আমাদের ভগবানের থেকে আলাদা করে দেয়, এমনকি একটি “ছোট সাধারণ মিথ্যে|” প্রত্যেকেই পাপ করে থাকে, এবং কেউই এত ভালো নয় যে তারা নিজেরাই স্বর্গে পৌঁছে যাবে (রোমানস 3:23)| আমাদের ভালো গুণগুলি আমাদের খারাপ বৈশিষ্ট্যকে ছাপিয়ে গেলেই আমরা স্বর্গে পৌঁছাতে পারি না, যদি সেটা আসল ঘটনা হত তাহলে আমরা সকলেই তা হারাতাম| “এবং যদি কৃপার দ্বারা হয়, তবুও এটি কার্যের দ্বারা নয়; যদি এমন হত তাহলে কৃপা আর কৃপা থাকতনা” (রোমানস 11:6)| আমরা স্বর্গের পথ তৈরি করতে কোনো ভালো কিছু করতে পারি না (টাইটাস 3:5 )| “ছোট প্রবেশদ্বার দিয়ে প্রবেশ কর| যেখানে প্রবেশদ্বার চওড়া এবং পথ প্রশস্ত সেটা আমাদের ধ্বংসের পথে নিয়ে যায়, এবং বেশিরভাগ মানুষই সেখান দিয়ে প্রবেশ করে” (ম্যাথিউ 7:13)| এমনকি যদি প্রতিটি মানুষ যারা এমন পরিবেশে বসবাস করে যেখানে পাপ করাই প্রথা এবং ভগবানে বিশ্বাস করার প্রথা নেই, সেখানেও ভগবান তা ক্ষমা করবেন না| “তাই তোমার জন্য, তুমি তোমার পাপের জন্য মৃত, যেখানে তুমি বাস করতে যখন তুমি এই পৃথিবীর পথগুলি অনুসরণ করেছ এবং বায়ুর রাজত্বের শাসকের দ্বারা, সেই আত্মা যারা অবাধ্য এখন তাদের জন্য কাজ করে” (এফেসিয়ানস 2 : 1-2)| ভগবান যখন এই পৃথিবী সৃষ্টি করেছেন তখন পৃথিবী ছিল উত্কৃষ্ট এবং ভালো| তারপর তিনি সৃষ্টি করলেন আদম এবং ইভকে এবং তাদের দিলেন নিজস্ব স্বাধীন ইচ্ছা, তাই তাদের কাছে পছন্দ করার ক্ষমতা ছিল যে তারা ভগবানকে অনুসরণ এবং মান্য করবে কিনা| কিন্তু তারা শয়তানের দ্বারা প্রলুব্ধ হল ভগবানকে অমান্য করতে, এবং পাপ কাজ করতে| এটি তাদের বিচ্ছিন্ন্ করে দিল (এবং প্রত্যেকে যারা তাদের পরে এসেছে, তার মধ্যে আমরাও) ভগবানের সাথে নিকট সম্পর্ক স্থাপন করতে| তিনি উত্কৃষ্ট এবং পবিত্র এবং অবশ্যই পাপের বিচারক| পাপীদের মত, আমরা কথনোই ভগবানের সাথে পুনরায় নিজেদের সম্পর্ক স্থাপন করতে পারতাম না| তাই ভগবান এমন একটি পথ তৈরি করেছেন যার দ্বারা আমরা তাঁর সাথে স্বর্গে একত্রিত হতে পারতাম| “তাই এমন পৃথিবী যাকে ভগবান ভালোবাসেন সেখানে তিনি নিজের একমাত্র পুত্রকে পাঠিয়েছেন যাতে যারা ভগবানে বিশ্বাস করে তারা কখনোই ধ্বংসপ্রাপ্ত হবে না এবং শাশ্বত জীবন লাভ করবে” (জন 3:16)| “পাপের ফল হল মৃত্যু, কিন্তু প্রভূ যীশু খ্রীষ্টে বিশ্বাসী মানুষদের জন্য ভগবানের অমূল্য উপহার হল শাশ্বত জীবন” (রোমানস 6:23)| যীশু জন্মলাভ করেছেন আমাদের পাপের জন্য মৃত্যু বরণ করতে যাতে আমাদের তার ফল ভোগ করতে না হয়| তাঁর মৃত্যুর তিন দিন পরে তিনি পুনরায় নিজের কবর থেকে উঠে আসেন (রোমানস 4:25), নিজেকে মৃত্যুর বিরুদ্ধে জয়ী প্রমাণ করতে| তিনি ভগবান এবং মানুষের মধ্যে সেতুবন্ধন করেন যাতে আমরা যারা ভগবানে বিশ্বাসী তারা ভগবানের সাথে ব্যক্তিগত সম্পর্ক তৈরি করতে পারি| “এখন এটি শাশ্বত জীবন : যে তারা হয়ত আপনাকে জানেন, একমাত্র আসল ভগবান, এবং যীশু খ্রীষ্ট, যাঁকে আপনি পাঠিয়েছেন” (জন 17:3)| বেশিরভাগ মানুষই ভগবানে বিশ্বাসী, এমনকি শয়তানও | কিন্তু মুক্তি পেতে হলে, আমাদের অবশ্যই ব্যক্তিগত সম্পর্কের থেকে ভগবানের দিকে ফিরতে হবে, পাপ থেকে বিরত থাকতে হবে, এবং তাঁকে অনুসরণ করতে হবে| আমাদের যা আছে এবং আমরা যা করি সব বিষয়েই আমাদের যীশুকে বিশ্বাস করতে হবে| “ভগবানের এই ন্যায়পরায়ণতা যীশু খ্রীষ্টের ওপর আস্থা থেকেই সকলের মধ্যে আসবে যারা বিশ্বাসী| এর মধ্যে কোনো পার্থক্য নেই” (রোমানস 3:22)| বাইবেল আমাদের শেখায় যে খ্রীষ্ট ছাড়া মুক্তির আর কোনো পথ নেই| যীশু জন 14:6 এ বলেছেন, “আমিই পথ, সত্য এবং জীবন| কেউ আমাকে ছাড়া পিতার কাছে পৌঁছাতে পারে না|” যীশুই হলেন মুক্তির একমাত্র পথ কারণ তিনিই একমাত্র যিনি আমাদের পাপের দণ্ড ভোগ করেন (রোমানস 6:23)| অন্য কোনো ধর্মই আমাদের পাপের গভীরতা এবং গুরুত্ব এবং তার পরিণতি আমাদের শেখায় না| অন্য কোনো ধর্মই আমাদের পাপের প্রায়শ্চিত্ত করায় না যা কিনা যীশু খ্রীষ্ট আমাদের প্রদান করেন| অন্য কোনো “ধার্মিক প্রতিষ্ঠাতা” এমন নন যেখানে ভগবানই মানুষে পরিণত (জন 1:1, 14) – একমাত্র পথ যার দ্বারা অসীম ঋণ শোধ করা যায়| যীশুই ভগবান হয়েছেন যাতে তিনি আমাদের পাপের ঋণ শোধ করতে পারেন| যীশুকে আবার মানুষ হতে হয়েছে যাতে তিনি মৃত্যু বরণ করতে পারেন| শুধুমাত্র যীশু খ্রীষ্টের ওপর আস্থা থাকলেই মানুষ মুক্তি পেতে পারে| “মুক্তি আর কারো মধ্যেই পাওয়া যায় না, এর জন্য স্বর্গের নীচে আর অন্য কোনো নাম মানুষের কাছে নেই যার দ্বারা আমরা রক্ষা পেতে পারি” (য়্যাক্টস্ 4 : 12)| |